জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল ২১ এপ্রিল সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে ৮৭৯টি কলেজের মােট ৪,৭৪,২৪৯ (চার লক্ষ চুয়াত্তর হাজার দুইশত উনপঞ্চাশ) জন পরীক্ষার্থী ৩১০টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে।
প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭:০০টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>h1<space>Roll No লিখে16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল 2022 দেখবেন যেভাবে
দুইভাবে দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল। ইন্টারনেট অথবা এসএমএসে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট ফল প্রকাশের দিন একই সময় ইন্টারনেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে।
ইন্টারনেটের মাধ্যমে NU অনার্স ১ম বর্ষের ফলাফল দেখার নিয়ম
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ১ম বর্ষ অনার্স রেজাল্ট দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট nu.ac.bd/results/ এবং www.nubd.info/results/ থেকে।
• অনলাইনে মাধ্যমে অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/
• এরপর বাম সাইড এর সার্চ অপশনে Honours এ ক্লিক করলে ৫ টা অপশন আসবে এর ভিতর থেকে honours 1st year আপশন সিলেক্ট করুন।
• এরপর সার্চ বক্সে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর 2020 দিয়ে সার্চ করতে হবে। এরপর একটা হিজিবিজি ক্যাপচা কোড দেখতে পাবেন। সর্তকতার সাথে ক্যাপচা কোড সঠিক ভাবে এন্ট্রি দিন। এরপর search result এ ক্লিক করুন।
• পেয়ে যাবেন আপনার মার্কসিট সহ অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে অনার্স ১ম বর্ষের ২০২০ সালের ফলাফল এডুকেশন ইন বিডি থেকেও দেখা যাবে। আনার্স ১ম বর্ষের রেজাল্ট পেতে নীচের লিংক অনুসরণ করুন।
NU অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখুন এই লিংকে
অনলাইনে অনার্স ১ম বর্ষের ফলাফল দেখাতে সার্ভার প্রব্লেম হতে পারে। তাই ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। nu.ac.bd/results ওয়েবসাইটে ফলাফল দেখতে সমস্যা হলে http://www.nubd.info/results/ সাইটে চেষ্টা করতে হবে।
এসএমএস এর মাধ্যমে অনার্স ১ম বর্ষের ফলাফল দেখার নিয়মঃ
মোবাইলে এসএমএস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ১ম বর্ষের ফলাফল দেখতে নিচের নিয়ম অনুসরণ করুন।
• এসএমএস এর মাধ্যমে ২০২০ সালের অনার্স ২য় বর্ষের রেজাল্ট পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখুন
• এরপর স্পেস দিয়ে ১ম বর্ষের রেজাল্টের কোড H1 লিখতে হবে।
• এরপর একটি স্পেস আপনার অনার্স ১ম বর্ষ পরীক্ষার রোল নম্বর লিখুন
• এরপর ম্যাসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে পেয়ে যাবেন আপনার অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২২
উদাহরণ NU <Space> H1 < Spacce> Roll Number And Send To 16222 Number.
বিদ্রঃ এসএমএস এর মাধ্যমে দ্রুত রেজাল্ট পেতে টেলিটক সিম ব্যবহার করুন।