আলহামদুলিল্লাহ অর্থ কি ?| alhamdulillah meaning in bengali
এটা হলো আরবি শব্দ। এই শব্দটি দুইটি অংশ নিয়ে তৈরি হয়েছে।
- আলহামদু (الحمد) হলো প্রথম অংশ । এর অর্থ : সমস্ত প্রশংসা ।
- লিল্লাহ ( للله) হলো দ্বিতীয় অংশ। এর অর্থ : আল্লাহ তাআলার জন্য।
এই হিসেবে দুনো অংশ মিলে তৈরি হয় আলহামদুলিল্লাহ (الحمد لله ) আর এর অর্থ হল : সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য।
আলহামদুলিল্লাহ এর প্রতি উত্তরে কি বলতে হয় ?
স্বাভাবিকভাবে শুকরিয়া হিসাবে কেউ আলহামদুলিল্লাহ বললে এর প্রতি উত্তরে কিছুই বলতে হয় না। তবে কেউ যদি হাচি দেয়ার সময় আলহামদুলিল্লাহ বলে তাহলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়।
হাচির সময় আলহামদুলিল্লাহ এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ কেন বলা হয় ?
হাচি দেয়ার কারণে শরীর থেকে নানা রকম ক্ষতিকারক জীবাণু বের হয়ে যায়। এর ফলে শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলা হয়।
যখন কেউ শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলল তখন আপনি তার জন্য ইয়ারহামুকাল্লাহ অর্থাৎ আল্লাহ আপনার উপর রহম করুন এ কথা বলে দোয়া করে দিলেন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
আলহামদুলিল্লাহ এর গুরুত্ব কি ?
আলহামদুলিল্লাহ বলার গুরুত্ব অনেক রয়েছে ।
- আল্লাহ তায়ালা আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। এই হিসেবে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার প্রথম আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।
- আলহামদুলিল্লাহ জাতীয় শব্দ দিয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। আর আমরা সকলেই চাই আল্লাহ তায়ালা খুশি হোক।
- কুরআনের নানান জায়গায় আল্লাহ তায়ালা নিজের প্রশংসা করেছেন। আমাদেরকে আল্লাহ তায়ালা আলহামদুলিল্লাহ জাতীয় শব্দ দিয়ে প্রশংসা করার নির্দেশ দিয়েছেন।
- আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ থেকে কোন উত্তম বাক্য নেই
আলহামদুলিল্লাহ বলার ফজিলত কি ?
অনেক ফজিলত রয়েছে। কয়েকটি ফজিলত তুলে ধরা হলো।
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ । ( তিরমিযী শরীফ ৩৩৮৩ নাম্বার হাদিস )
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার কাছে চারটি বাক্য প্রিয় । সেগুলো হলো : (১) সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ (২) লা ইলাহা ইল্লাল্লাহ (৩) আল্লাহু আকবার ( মুসলিম শরীফ : ২১৩৭ নাম্বার হাদিস )
- আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়।
- সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ
- পৃথিবী তো একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এর সাওয়াব থেকে যাবে।