মোবাইল ফোনের আবিষ্কারক কে?
বর্তমান বিশ্বে সবচেয়ে বর্তমানে যে বিষয়টি জনপ্রিয় প্রযুক্তির ভেতরে সেটি হল মোবাইল ফোন । আসলেই মোবাইল ফোনের আদালতে আমরা বর্তমানে এককথায় সারাবিশ্বে একে অপরের সাথে কানেক্ট রয়েছে মুহূর্তের ভিতর । চাইলেই বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্তে যোগাযোগের ব্যবস্থা করতে পারছি ।
অনেকের মনে প্রশ্ন জাগে এই মোবাইল ফোনের আবিষ্কারক কে? গুগোল মানুষ সার্চ করে মোবাইল ফোনের আবিষ্কারক কে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইল ফোনের জনক কে?
মোবাইল ফোনের আবিষ্কারক কে
মোবাইল ফোনের জনক বা আবিষ্কারক এর নাম মার্টিন কুপার এবং 1 970 সালের দিকে মটোরোলা কোম্পানিতে চাকরির সুবাদে তিনি প্রথম মোবাইল ফোন থেকে কথা বলেন এবং পরবর্তীতে 1973 সালে সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন।
মার্টিন কুপার যে ফোনটি তৈরি করেছিলেন তার ওজন ছিল 1.1 কেজি এবং এটি চার্জ দিয়ে 30 মিনিট পর্যন্ত চালানো যেত । আর এই ফোনটি চার্জ হতে সময় লাগত 10 ঘন্টা। বিশ্বে এই ফোনের দাম ছিল 2700 মার্কিন ডলার ।
এই মোবাইল ফোনটির নাম দেওয়া হয়েছিল Motorola Dynatac । মার্টিন কুপার এর এই মোবাইল ফোনটি আবিষ্কারের প্রায় দশ বছর পরে Motorola Dynatac 8000 X নামে সাধারণ মানুষের জন্য মোবাইল ফোন বাজারজাত করা হয় ।
আর ওই ফোনটির দাম ছিল 3995 মার্কিন ডলার এবং ব্যাটারি ব্যাকআপ ছিল ছয় ঘণ্টার মত আর এই ফোনটিতে আপনার 30 জন মানুষের পরিচিতি অর্থাৎ কন্টাক্ট নাম্বার সংরক্ষণ করা যেত ।
টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে