এয়ারটেল এর কাস্টমার কেয়ার এর সাথে কথা বলার অনেক উপায় আছে যেমন সরাসরি ফোনে অথবা লাইভ চ্যাট এর মাধ্যমে । এছাড়া *১২১# ডায়াল করে অনেক ধরনের গ্রাহক সেবা পেতে পারি ।
আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়াই এয়ারটেলের উদ্দেশ্য। কোনও প্রকার তথ্য বা সেবার প্রয়োজনে নিম্নলিখিত যে কোনো মাধ্যমে আপনি এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন দিনরাত ২৪ ঘণ্টা।
এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলব
এয়ারটেল কল সেন্টারে কল করে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন , সার্ভিস এর জন্য অনুরোধ জানাতে ডায়াল করুন ১২১ (এয়ারটেল গ্রাহক) নম্বরে অথবা ডায়াল করুন ০১৬৭৮৬০০৭৮৬ (অন্যান্য গ্রাহক) নম্বরে অথবা আপনার বিস্তারিত তথ্যসহ ইমেইল করুন [email protected] এই ঠিকানায়।
এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার
এয়ারটেল হেল্পলাইন ১২১ নম্বর, এয়ারটেল কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে ০১৬৭৮৬০০৭৮৬ নম্বরটি ডায়াল করুন
এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে কথা বলার অন্যন্য পদ্ধতিঃ
মাই এয়ারটেল অ্যাপ
এয়ারটেল মেসেঞ্জার চ্যাটবট
এয়ারটেল হোয়াটসঅ্যাপ চ্যাটবট
একক সংখ্যার ইউএসএসডি কোড
১ ডিজিটের কোড ডায়াল করে সহজেই উপভোগ করুন আপনার পছন্দসই কিছু সার্ভিস। নীচের তালিকা দেখুন:
একক ইউএসএসডি কোড | সার্ভিস সমূহ |
---|---|
*০# | মিনিট বান্ডেল |
*১# | ব্যলান্স চেক/বকেয়া বিল |
*২# | নিজ মোবাইল নাম্বার দেখা |
*৩# | ডাটা (এমবি) চেক |
*৪# | ইন্টারনেট প্যাক কেনা |
*৫# | জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু |
*৬# | নিজ প্যাকেজ ও কল ট্যারিফ |
*৭# | প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু |
*৮# | ঝটপট ব্যালেন্স/এয়ার ক্রেডিট |
*৯# | সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট |
*১২৩# | সকল সার্ভিস দেখা |